ভালো কম্পিউটার চেনার উপায়

আপনি কি জানেন একটা ভালো কম্পিউটার বা ল্যাপটপ কি ভাবে চিনবেন ভালো কম্পিউটার বা ল্যাপটপ চেনার সহজ উপায় এবং কোন কাজের ক্ষেত্রে কি ধরনের কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন হবে প্রসেসর কত হলে ভালো হবে।


একটি ভালো কম্পিউটার কেনা সহজ কাজ নয় বিশেষ করে আপনি যদি প্রযুক্তি সম্পর্কে খুব একটা জানেন না। সঠিকভাবে বাছাই না করলে আপনার কম্পিউটার প্রয়োজনীয় কাজের জন্য যথেষ্ট পারফর্ম করতে নাও পারে তাই কম্পিউটার কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরী তাই চলুন জেনে নেই।

পেজ সূচিপত্রঃ কম্পিউটর চেনার উপায়

আপনার চাহিদা নির্ধারণ করুন

কম্পিউটার কেনার আগে প্রথমেই ভাবতে হবে আপনি এটি কি উদ্দেশ্যে ব্যবহার করবেন। সাধারণ কাজের জন্য এক ধরনের কম্পিউটার প্রয়োজন আবার গেমিং বা ভিডিও এডিটিং এর জন্য দরকার আরো শক্তিশালী কনফিগারেশন কয়েকটি সাধারণ ব্যবহারের উদাহরণ নিচে দেওয়া হলো-

১,সাধারণ অফিস ব্রাউজিং লাইট ওয়েট ল্যাপটপ বা এন্ট্রি লেভেল ডেস্কটপ।

২,গেমিং উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্রাফিক কার্ড দ্রুত প্রসেসর।

৩, ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন শক্তিশালী GPU উচ্চরর‌্যাম।

৪, প্রোগ্রামিং ও ডেভেলপমেন্ট SSD সহ ভালো স্পেসিফিকেশন।

৫, আপনার প্রয়োজন বুঝে কনফিগারেশন নির্বাচন করে নেবেন তাহলেই হবে।

প্রসেসর (CPU) নির্বাচন করুন 

কম্পিউটারের পারফরম্যাস নতুন নির্ভর করে প্রসেসরের উপর।বর্তমানে Intel ও AMD দুটি জনপ্রিয় ব্রান্ড।

Intel: Core i3 সাধারণ কাজ Core i5/i7 মিড রেঞ্জ core i9 উচ্চ ক্ষমতা সম্পন্ন।

AMD: Ryzen 3 সাধারণ কাজ Ryzen 5/7 গেমিং ও মিড রেঞ্জ Ryzen 9 হাই এন্ড কাজ।

যদি বাজেট কম থাকে তবে Intel core i5 বা AMD Ryzen 5 যথেষ্ট ভালো পারফরম্যান্স দিতে পারে।

আরো পড়ুনঃ অনলাইনে ইনকাম করার উপায়

কম্পিউটারের র‍্যামের গুরুত্ব 

কম্পিউটারের গতি নির্ভর করে র‌্যাম এর উপর।

4.GB র‍্যাম সাধারণ অফিস ও ব্রাউজিংয়ের জন্য ভালো।

8.GB র‍্যাম স্ট্যান্ডার্ড গেমিং ও মাল্টিটাস্কিং।

1.GB র‍্যাম ভিডিও এডিটিং হেভি গেমিং ও গ্রাফিক্স ডিজাইনের জন্য ভালো।

আপনি যদি ভবিষ্যতে আপডেট করতে চান তাহলে এমন মাদারবোর্ড নির্বাচন করুন যেখানে বাড়তি র‍্যাম লাগানো সম্ভব।

কম্পিউটারের স্টোরেজ SSD নাকি HDD 

বর্তমানে স্টোরেজের জন্য SSD ও HDD এই দুটি অপশন পাওয়া যায়।

HDD সস্তা বেশি স্টোরেজ সুবিধা কিন্তু ধীরগতির।

SSD দ্রুত কম কম বিদ্যুৎ খরচ তবে তুলনামূলক ব্য্যবহুল।

যদি বাজেট স্বল্প হয় তবে ২৫৬ GB SSD + TB HDD কম্বিনেশন ভালো অপশন হতে পারে।

আরো পড়ুনঃ ঘরে বসে টাকা ইনকাম করা 

কম্পিউটারের গ্রাফিক কার্ড নির্বাচন করুন 

আপনি যদি গেম খেললেন বা ভিডিও এডিটিং করেন তাহলে ভালো গ্রাফিক্স কার্ড প্রয়োজন। 

ইন্টিগ্রেটেড গ্রাফিক্স সাধারণ অফিস ব্রাউজিংয়ের জন্য–

ডেডিকেটেড GPU গেমিং ভিডিও এডিটিং ও 3D রেন্ডারিংয়ের জন্য (Nvidia GTX/RTX AMD Radeon সিরিজ)

বর্তমানে Nvidia RTX 30/40 সিরিজ বা AMD Radeon 6000/7000 সিরিজ জনপ্রিয়।

কম্পিউটার ও মনিটরের রেজোলিউশন ও রিফ্রেশ রেট 

মনিটরের মান ও গুরুত্বপূর্ণ। 

1080p (Full HD): সাধারণ কাজের জন্য যথেষ্ট 

1440p (2k): প্রফেনাল গ্রাফিক ডিজাইন ও মিট রেঞ্জ গেমিং 

4k: প্রিমিয়াম ইউজারদের জন্য 

যদি আপনি গেম খেলেন তবে 144Hz বা তার বেশি রিফ্রেশ রেট থাকলে ভালো অভিজ্ঞতা পাবেন।

ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপের জন্য 

যদি ল্যাপটপ কিনতে চান তাহলে ব্যাটারির ব্যাকআপ দেখাটা জরুরী।

৩-৪ ঘন্টা সাধারণ বাজেটের ল্যাপটপ।

৬-১০ ঘন্টা মিড রেঞ্জ ল্যাপটপ। 

১০+ ঘন্টা প্রিমিয়াম আলট্রাবুক বা ম্যাকবুক।

অফিস ও শিক্ষার্থীদের জন্য দীর্ঘ ব্যাটারি লাইফ থাকা ল্যাপটপ  ভালো অপশন।

আরো পড়ুনঃ কি ভাবে ভালো মোবাইল কিনবেন

পোর্ট ও কানেক্টিভিটি অপশন 

কম্পিউটার কেনার সময় অবশ্যই দেখে নিন যে এতে প্রয়োজনীয় পোর্ট রয়েছে কিনা।

USD Type C: দ্রুত ডাটা ট্রান্সফার ও চাজিং। 

HDMI/Displayport মনিটর কানেক্ট করার জন্য। 

Ethernet & wi-fi 6: দ্রুত ইন্টারনেট কানেকশন 

আপনি যদি একাধিক ডিভাইস কানেক্ট করতে চান তবে বেশি USB পোর্ট ও Thunderbolt ৪ থাকলে ভালো হবে।

কুলিং সিস্টেম ও বিল্ড কোয়ালিটি 

গেমিং বা হেভি টাস্কের জন্য কম্পিউটার কেনার সময় কুলিং সিস্টেমের দিকে নজর দিন।

এয়ার কুলিং সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট। 

লিকুইড কুলিং গেমিং ও হাই এন্ড প্রসেসিংয়ের জন্য প্রয়োজনীয়।

এছাড়া ল্যাপটপের ক্ষেত্রে বিল্ড কোয়ালিটি ভালো হওয়া দরকার যাতে এটি দীর্ঘ স্হায়ী হয়।

কম্পিউটার ব্রান্ড ও ওয়ারেন্টি 

বিশ্বস্ত ব্র‍্যান্ডের কম্পিউটার কেনাই ভালো যাতে গুণগত মান ও ওয়ারেন্টি সুবিধা পাওয়া যায়।

জনপ্রিয় ব্র্যান্ড গুলোর মধ্যে রয়েছে–

ল্যাপটপের জন্য Dell HP Lenovo Asus Acer Apple ডেক্সটপের জন্য Dell HP Asus MSI Custom Built PC. 

কমপক্ষে ১-৩ বছরের ওয়ারেন্টি থাকা কম্পিউটার কেনায় ভালো সিদ্ধান্ত হবে। 

শেষ কথা কম্পিউটার চেনার উপায় 

একটি ভালো কম্পিউটার কেনার জন্য শুধু দাম দেখলেই হবে না বরং প্রয়োজন অনুযায়ী সঠিক স্পেসিফিকেশন নির্বাচন করায় দূরত্বপূর্ণ। প্রসেসর র‍্যাম স্টোরজ গ্রাফিক্স  কার্ড মনিটর ও অন্যান্য ফিউচারের দিকে খেয়াল রেখে সঠিকভাবে সিদ্ধান্ত নিলে আপনি আপনার বাজেটের মধ্যে।

সর্বোত্তম পারফরম্যান্সের কম্পিউটার পেতে পারেন আর যদি আরো কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আর যদি পোস্ট টি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বেসিক ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url